রক্তিম অভিমান
undefined
undefined
হাসপাতালে আমি,
বিভত্স রক্তাক্ত,
প্রাণের স্পন্দনে
স্পন্দিত হয় করিডোর।
ব্যস্ত রয় ডাক্তার
বাঁচাতে প্রাণ
নাকি শুধুই
অর্থের লিপ্সা
আর মিথ্যে সম্মান
এর অণ্বেষণ।
পৃথিবীর সব রোগের মৃত্যু হবে
আজ এই হাসপাতালে
জন্ম নেবে নতুন প্রাণ
এই আশায়, বেঁচে থাকি আমি
দেখে যেতে চাই
তোমাদের জীবন্ত সুস্থ প্রাণ
যেন পৃথিবীতে ছিল না কোন
জীর্ণ, জরা অথবা রক্তিম অভিমান।
- নোমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার লেখা পাঠান
আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।
আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com
আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন