দ্বিতীয় জীবন
undefined
undefined
তুমি আমার দিবা জোছনা
অনেক আলোর মাঝে প্রিয় আলো
তুমি আমার রাতের আকাশে
হাজার তারার মাঝে চেনা তারা
তুমি আমার শেষ বিকেলে
দিগন্ত রেখায় লাল আভা
তুমি আমার একান্ত নিজস্ব নদীতে
ভেসে যাওয়া সবুজ শ্যাওলা।
তুমি আমার দ্বিতীয় প্রেম, প্রথম মৃত্যু
আমার সুন্দরতম উপলব্ধি
তুমি আমার পবিত্র প্রিয়ার গরম নিশ্বাস
তার স্ফীত বুকের গভীর থেকে আসা কামের কুহক
তুমি আমার আনন্দ অশ্রু, বিষাধসিন্ধু
আমার স্বপ্নময় বাস্তবতা।
তুমি আমার ক্ষুধার্ত পৃথিবী
আমার রক্তাক্ত পৃথিবী
আমার সুদান, আফগান, ইরাক, ফিলিস্তিন।
তুমি আমার বিপ্লব
আমার জন লেলন, চে গুয়েভারা
আমার লালন আর হাসন রাজা।
তুমি আমার বায়ান্নোর মিছিল
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
তুমি আমার স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
আমার একাত্তরের রক্ত নদী।
তুমি আমার দ্বিতীয় প্রেম, প্রথম মৃত্যু
আমার সুন্দরতম উপলব্ধি
তুমি হচ্ছ কবিতা, আমার দ্বিতীয় জীবন।
- নোমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার লেখা পাঠান
আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।
আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com
আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন