ফিরে যেতে চাই

undefined undefined

ফিরে যেতে চাই অজানা আকাশের নীলে,
যেখানে উড়ছে পাখিরা-
ব্যকুল আর্তনাদে নিজেদের নীড় খুঁজে ফেরে।।

ফিরে যেতে চাই ঐ রহস্যময় সমুদ্র-গভীরতায়,
যেখানে রয়েছে প্রানের ঐশ্বর্য্য;
হাতছানি দিয়ে ডাকছে দেখ অসাড় নীরবতায়।।

জীবন ক্যানভাসে আঁকা এই অজানা গল্পগুলি,
মাঝে মাঝে দু'চোখে অশ্রু হয়ে ঝরে-
কখনও কখনও তা জীবনের উচ্চতার কিছু চেনা বুলি।।

ফিরে যেতে চাই আবার আমি তোমাদের ভীড়ে,
যেখানে আছে এক টুকরো সুখ-
সমাজের কোলাহল ছাড়িয়ে; দূরে- বহু দূরে।।

আকাশের বুকে ঐ ভুতুড়ে চাঁদটাকে ঘিরে,
যেখানে আছে স্নিগ্ধ অন্ধকার-
তার হাজারো দূষিত আলোক রশ্মির ভীড়ে।।

ফিরে যেতে চাই ঐ দূর দূরত্বে,
যেখানে কেউ নেই শুধু শূন্যতা-
আর চাই নিজেকে অসীম শূন্যতায় হারাতে।।

ফিরে যেতে চাই আজ নিঃস্ব মানবের ভীড়ে,
যেখানে আজ বঞ্চিতরা অসহায়-
আর ব্যকুল আর্তনাদে নিজেদের নীড় খুঁজে ফেরে।।

আজ ফিরতে চাই ঐ বিশাল আকাশের নীলে
যেখানে উড়ছে পাখিরা-
ব্যকুল আর্তনাদে আজ নিজেদের নীড় খুঁজে ফেরে।।

-সায়েম
asmsaayem143@yahoo.com

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com