পরোপকার

যাচ্ছিলাম সেদিন রাস্তা দিয়ে,
হঠাৎ, দাঁড়িয়ে গেলাম থমকে গিয়ে
দেখতে পেলাম ক'টি লোকেছাতার বাড়ি মারছে হেঁকে
হায় হায় হায় !
মারে কাকে ?
আরে এযে আমাদেরই ভূতোকে
কী হয়েছে ? ব্যাপার কী ?
ওদের চড় মেরেছিস !
সেকী ?কেন মারলি কীজন্য ?
বলিস কীরে ! জঘন্য !
তোকে বলেছে রাঙামূলো !ওই বখাটেগুলো ?
কোথায় যাবি ? দাঁড়া দাঁড়া
পিটিয়ে তোদের করছি খাঁড়া
এই মারলাম চড়, আর এই মারলাম গুঁতো
একী একী ! সবার হাতে কেনরে ভাই জুতো ?
পালিয়ে আয়রে ওরে ভুতো,
তা'না হলে খাবিরে খুব জুতো
বলেই আর না করে দেরীদিলাম দৌড় প্রাণের আশা ছাড়ি

------ সুপ্রকাশ সরকার

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com