স্বপ্নের দেশে

undefined undefined

আজ চলনা, আজ চলনা সেই দেশে-

যে দেশে পাখির গানে

মিষ্টি মধুর স্বপ্ন আঁকে।

যে দেশে রঙ ধনুরা সাতটি রঙের

পাল তোলে,

যে দেশে মনের সুখে গান গাওয়া যায়

আজ চলনা সেই দেশে - সবাই মিলে এক সাথে।

-কৃষ্টি প্রজ্ঞা বিশ্বাস

৩য় শ্রেণী

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com