নির্ঘুম

undefined undefined

রাতের শেষ প্রহর
ঘুমের কোলে আশ্রয় পাইনি আমি
অবশেষে আত্মসমর্পণ করেছি নির্ঘুমের কাছে
নির্ঘুম, আমাকে গ্রহন কর

রাতের শেষ প্রহর-
তোমার মত আমিও যে তাই একা
শহরের প্রতিটি ঘরে এখন ঘুমের স্তুতি,
দ্বারে দ্বারে ঘুরে তুমি বড় ক্লান্ত,
এখানে এসে বস, আমার শিহরে-
আমিই তোমার একমাত্র পাণিপ্রার্থী
এই জনারণ্যে আমিই যে নির্জন
তুমিই আমার একমাত্র সঙ্গী

তুমি সাক্ষী থাকো আমার স্বপ্নগুলোর,
তুমি সাক্ষী থাকো আমার ভাঙা স্বপ্নগুলোর,
তুমি নাও আমার সুখ গুলো,
আমার দুঃখ গুলোকেও তোমাকে দিলাম আমি

এরকম কত প্রহর আমরা এক সাথে থেকেছি,
আমি ভুলিনি
আমি অনুভব করতে পারছি তোমাকে
আমার মাথায় তোমার আলতো হাতের স্পর্শ আমি পেয়েছি

তুমি পরে আছ নীল শাড়ি
বেলী ফুলের গন্ধ পাচ্ছি আমি,
তুমি কি গলায় বেলী ফুলের মালা পরেছ?
নাকি খোপায় জড়িয়েছ?

আমি চোখ বুজেই দেখতে পাচ্ছি তোমাকে
চেয়ে আছি তোমার মুখের দিকে
তোমার ঠোঁটে সেই দুষ্টু হাসি
তোমার চোখে আমার মরন,
তোমার মুখে সেই সুন্দরতম মেয়ের মুখটা কে যেন বসিয়ে দিয়েছে-
যার হাত ধরে তোমার সাথে আমার বন্ধুতা

নির্ঘুম, তোমার যাবার সময় হয়ে এল
এখনই আলো ফুটবে ভোরের আকাশে
একটু পরেই তুমি মিশে যাবে জনারণ্যে
আমি চোখ মেলব না-
তাহলে আর যাওয়া হবে না তোমার

তুমি যাও, তুমি যাও, তুমি যাও
তুমি এখন আর একা নও
আমি এখনও একা, ঘুমের কোলে মাথা রেখেছি,
ঘুমিয়ে পড়ব

-
নীল
neelghudi95@gmail.com

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com