মৃত ভালোবাসা

undefined undefined

বিস্তীর্ণ মরুভূমির বুকে আজ আমি একা
মুহূর্তেই শেষ হবে সবকিছুই, তবুও ফিরে দেখা
মন দেয়া নেয়ার সেই রূপকথা

তপ্ত বালুর বুকে আমি বেদুঈন, তুমি আজ মরিচীকা
পথহারা পিপাসার্ত পথিক আমি, আজও একটু আশা
ঝাপসা, ঘোলাটে সবকিছু তবুও বেঁচে থাকা

ভগ্ন হৃদয় আমি, আসছে মরুঝড়, আজ মৃত্যুর আহ্বান
আবছায়ার মত আজও মনে পড়ে কত কথা, আর অব্যক্ত কত গান,
খন্ড কিছু ছবি, রঙীন কিছু স্বপ্ন আমি আজ একা-
তবুও বেঁচে থাকার অভিযান

ভালোবাসা আজ আবছায়া, তবুও বেঁচে থাকার শর্ত
তোমার হাসি আমার চোখের নেশা, আজও আমি উন্মত্ত
শুরুর আগেই সব শেষ হবে, জানি আমি ব্যর্থ

মৃত আমি আজ, মৃতের মাঝেই বেঁচে আছি
নিঃসাড় অসার আমি, মরুবালু সর্বগ্রাসী
শেষ হবার আগে আরেকবার বলতে চাই "ভালোবাসি"

-
নীল

neelghudi95@gmail.com

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com