আমি নাগরিক!

undefined undefined

আমি ভালোবাসি আমার নগরীকে
যে দিয়েছে আমায় অনেক কিছু
নিঃস্বার্থে, আমার অজান্তে
যেমন দিয়েছে আমায় আমার স্নেহময়ী

তার তপ্ত ধুলোময় রাজপথ
তার রুপালী খোলা আকাশ
তার শক্ত, মৃত ফুটপাথ
আর উজ্জ্বল জোছনা ছড়ানো ল্যাম্প পোস্ট
করেছে আমায় নাগরিক

এখনও ভোর হয় আমার নগরে
কুতসিত কর্কশ কাকের আহবানে
এখনও প্লাবিত হয় নগরীর বুক
মেঘের কর্ষণে, প্রবল বর্ষণে
এখনও হয়তোবা জেগে থাকে রাতে
নগরীর কোন রমনী আমারই প্রতীক্ষাতে
আর আমি কিনা তোমায়
ছেড়েছি নগরী নাগরিক হতে গিয়ে

-
নোমান

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com